আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি দেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জেলা সাতক্ষীরার সদর থানায় অবস্থিত। এটির প্রতিষ্ঠাকাল- ১৯৬৭ সাল। ততকালীন এলাকার গন্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টায় এটির যাত্রা শুরু হয়। বিশেষ করে রুপচাদ সরদার নামের একজন শিক্ষানুরাগীর প্রত্যক্ষ সহযোগিতায় এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটি এলাকায় মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে। বর্তমানে এখানে সকল বিভাগে অর্থাৎ বিজ্ঞান, মানবিক ও বানিজ্য বিভাগে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানের পাবলিক পরীক্ষার ফলাফল প্রায় ১০০% উত্তীর্ণের কাছাকাছি। খেলাধুলা ও কো-কারিকুলাম এক্টিভিটিসের ক্ষেত্রেও অনেকটাই উল্লেখ করার মত। বর্তমানে একঝাক দক্ষ শিক্ষক মন্ডলীর সার্বিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানের উন্নতি অব্যহত আছে। এখানে বালক-বালিকা উভয়েই পড়াশূনা করে। বিশাল খেলার মাঠ যা পাকা প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। প্রতিষ্ঠানটিতে রয়েছে বিজ্ঞানাগার, ল্যাংগুয়েজ ক্লাব, কম্পিউটার ল্যাব ইত্যাদি। এলাকার সকলের প্রিয় একটি প্রতিষ্ঠান আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়।